যারা সুদ খায় তারা সেই ব্যক্তির ন্যায় দাঁড়াবে, যাকে শয়তান স্পর্শ করেই পাগল করে দেয়

‘যারা সুদ খায় তারা সেই ব্যক্তির ন্যায় দাঁড়াবে, যাকে শয়তান স্পর্শ করেই পাগল করে দেয়। এটা এই জন্য যে তারা বলে বেচাকেনা তো সুদেরই মত।’ (বাকারা ২৭৫)

ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত, নিশ্চয়ই আল্লাহর নবি (দ.) সুদখোর, সুদ প্রদানকারী, সুদী কারবারের সাক্ষী, এবং সুদ চুক্তি লিখনকে অভিশাপ দিয়েছেন। (বুখারি, মুসলিম)

Leave a Reply