সহগামী

সহগামী

কোন অনুগামী যদি সহগামীতে উন্নীত হতে চান তাহলে নিম্নোক্ত শর্তাবলী পালন একান্ত আবশ্যকঃ (সংশোধনী’ ২০১০)

(১) সহগামীর নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। (সংশোধনী-২০১০)
(২) সহগামীর জন্য নির্ধারিত সিলেবাস সম্পন্ন করতে হবে। (সংশোধনী-২০১০)
(৩) কেন্দ্রীয় পরিষদ পরিচালিত সহগামী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। (সংশোধনী-২০০৫)
(৪) প্রত্যেক সহগামীকে নিশ্চয়ই শরীয়তের বিধি-বিধান পালনে যতœবান হতে হবে।
(৫) সহগামী হবার জন্য অনুগামী হিসেবে কার্যের সময় ন্যূনতম একবছর হতে হবে এবং তা সংশ্লিষ্ট শাখার মুখ্য প্রশাসনিক কর্মকর্তা (সাধারণ সম্পাদক) কর্তৃক সত্যায়িত হতে হবে।

সহগামী সিলেবাস

০১। আমপারা-অনুবাদ ও তাফসীর।
নুরুল ইরফান- আল্লামা এম.এ.মান্নান।
০২। নূরনবী (দ.)
আল্লামা অধ্যক্ষ হাফেজ এম.এ.জলিল।
০৩। প্রশ্নোত্তরে আকায়েদ ও মাসায়েল
আল্লামা অধ্যক্ষ হাফেজ এম এ জলিল।
০৪। মাদারেজুন্নবুয়ত (১ম ও ২য় খ) – সেরহিন্দ প্রকাশনী।
০৫। কর্মনীতি- বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।
০৬। সুন্নী জাগরণের সূচনায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা-এম.এ.মতিন।
০৭। নির্বাচন ও আপনার জবাবদিহিতা- মোছাহেব উদ্দিন বখতিয়ার।
০৮। সংবিধান এবং প্রাসঙ্গিক আলোচনা- কাউছার আহমদ রুবেল।
০৯। ৪০ হাদিস সংকলন- সংকলন ও অনুবাদ : আব্দুল মোস্তফা রাহিম এবং
সম্পাদনায় : মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।