জাতি হারালো একজন নিষ্ঠাবান প্রকৃত জ্ঞানীকে!
যাঁর কথা বলছিলাম এতক্ষণ, তিনি আর কেউ নন; চট্টগ্রামের রত্ন ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী (রহ.)। যিনি একজন প্রকৃত দেশপ্রেমিক, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা। তিনি এ দেশের সত্যপন্থী আলেমদের অন্যতম একজন। অসংখ্য গুণী ছাত্র ও বহু বইয়ের লেখক। গতবছর ২রা জুন তিনি ইন্তেকাল করেন। তাঁর মহান কর্মের কারণে তিনি বেঁচে থাকবেন আমাদের কাছে।
বেলাদত:
হুজুরের শুভাগমন হয় ১৯২৮ সালের ২৯শে ডিসেম্বর। চট্টগ্রাম জেলার বায়েজিদ থানার অন্তর্গত জালালাবাদ কুলগাঁও গ্রামে। পিতা ছিলেন প্রখ্যাত আলেমেদ্বীন হজরত মাওলানা আহছানুজ্জামান হাশেমি (রহ.)।
শিক্ষা জীবন:
মাত্র ৬ বছর বয়সে পবিত্র কোরআন মাজিদ হিফজ করেন। প্রাইমারি স্কুল পাশ করে ওয়াজেদিয়া আলিয়া মাদরাসায় ভর্তি হন, এবং ১৯৪৫ সালে জামাতে পঞ্জুমের পরীক্ষায় গোল্ডমেডেল লাভ করেন। ১৯৪৯ সালে জমাতে উলা পর্যন্ত কৃতিত্বের সাথে শেষ করেন। ১৯৫১ সালে কলকাতা আলিয়া মাদরাসায় টাইটেল ক্লাসে হাদিসে ভর্তি হন। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উর্দুতে ডিপ্লোমা কোর্সও সম্পন্ন করেন। হাদিস, ফিকাহ, তাফসির শাস্ত্রে অবদানের জন্য ১৯৫২ সালে হজরত আল্লামা মুফতি আমীমুল এহসান মুজাদ্দেদী বরকতী (রহ.) তাঁকে ‘নাইমুল মুরাম বে-আসানিদে আশ্ শায়ক নুরুল ইসলাম’ উপাধিতে ভূষিত করেন।
গ্রন্থসমূহ:
- নসীহাতুত্ তালেবীন,
- যাদুল মুসলেমীন,
- আকাইদে বাতেলা,
- সত্যের আহ্বান,
- আদ্দুররুদ-দলায়েল বে- কেরাহতিল জামাতে ফিন্ নাওয়াফেল,
- আল আরবাইন ফি মুহিম্মাতিদ্ দ্বীনে,
- মেরাজুল মু’মিনিন,
- শাজরাতুয যাহাব,
- তাযকেরাতুল কেরামসহ বহু গ্রন্থাদি।
শিক্ষকগণ:
তাঁর শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য বিখ্যাত কয়েকজনের নাম:
- আল্লামা মুফতি আমীমুল এহসান মুজাদ্দেদী বরকতী (রহ.)। তাঁর কাছ থেকে এলমে হাদিস ও বুখারি ২য় খণ্ড অধ্যয়ন করেন।
- আল্লামা জাফর আহমদ উছমানী (রহ.), এবং আল্লামা নজীরুদ্দীন কটকী (রহ.)। বুখারি শরিফের বাকি অংশ তাঁদের কাছ থেকে অধ্যয়ন করেন।
- আল্লামা মুছা মুজাদ্দেদী (রহ.)। মুসলিম শরিফ, তিরমিজি শরিফ, এবং নাসায়ি শরিফ অধ্যয়ন করেন।
শিক্ষকতা:
শিক্ষা জীবন শেষে চট্টগ্রাম ওয়াজেদীয়া আলিয়া মাদরাসায় প্রধান মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, এবং পটিয়া শাহচান্দ আউলিয়া মাদরাসায়ও দীর্ঘদিন শিক্ষকতায় জড়িত ছিলেন। পরে ১৯৬৪ সালে নিজ বাড়ির পাশে আহসানুল উলুম আলিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন।
মুক্তিযুদ্ধে অবদান:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মুসলমানদের উদ্বুদ্ধ করার জন্যে কালুরঘাট বেতার কেন্দ্রে নসিহতমূলক দিকনির্দেশনা প্রদান করেন।
প্রতি রবিউল আউয়াল মাসে ১২দিনব্যাপী ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী (দ:) শীর্ষক সেমিনারের আয়োজন করতেন নিজের প্রতিষ্ঠিত মাদরাসার পাশে। (Khrc)
ইন্তেকাল :
৯ শাওয়াল, ২রা জুন ২০২০ খ্রিস্টাব্দ ভোর পাঁচটায় এ মহান মনীষী পাড়ি জমান মওলার সাক্ষাতে। হুজুরের প্রথম ওফাত বার্ষিকীতে দেশ ও জাতির কাছে মুক্তিযুদ্ধের এ মহান পুরুষের রফয়ে দারাজাতের দু’আ কামনা করছি। সে সাথে মওলার কাছে ফরিয়াদ করছি, হুজুরের নেগাহ করম ও ফুয়ুজাত নিয়ে সারা বাংলায় ইসলামের সঠিক মতাদর্শ প্রচারে যেন আমরা একাগ্রচিত্তে কাজ করতে পারি সে তাওফিক দিয়ে দিন।
লেখক-
মুহাম্মদ রাশেদুল বারী,
দপ্তর সম্পাদক,
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।