কর্মসূচীর ব্যাখা – চতুর্থ দফা কর্মসূচী

কর্মসূচীর ব্যাখা – চতুর্থ দফা কর্মসূচী

সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং ভ্রান্তি প্রচারের পথরোধে স্বীয় কর্তব্যানুভূতি সৃষ্টি করা।

এ কর্মসূচীর দুটি দিক-

(১) সত্য প্রতিষ্ঠা করা।
(২) ভ্ৰান্তি প্রচার রোধ করা।

এটাই একজন মু’মিনের প্রকৃত দায়িত্ব। হযরত রাসুলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এ দায়িত্ব পালন করে তাঁর প্রিয় উম্মতদেরও এ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআন মজীদে এ সম্পর্কেই তো বলা হয়েছে-

ﻛُﻨْﺘُﻢْ ﺧَﻴْﺮَ ﺃُﻣَّﺔٍ ﺃُﺧْﺮِﺟَﺖْ ﻟِﻠﻨَّﺎﺱِ ﺗَﺄْﻣُﺮُﻭﻥَ ﺑِﺎﻟْﻤَﻌْﺮُﻭﻑِ ﻭَﺗَﻨْﻬَﻮْﻥَ ﻋَﻦِ ﺍﻟْﻤُﻨْﻜَﺮِ ﻭَﺗُﺆْﻣِﻨُﻮﻥَ ﺑِﺎﻟﻠَّﻪِ ﻭَﻟَﻮْ ﺁَﻣَﻦَ ﺃَﻫْﻞُ ﺍﻟْﻜِﺘَﺎﺏِ ﻟَﻜَﺎﻥَ ﺧَﻴْﺮًﺍ ﻟَﻬُﻢْ ﻣِﻨْﻬُﻢُ ﺍﻟْﻤُﺆْﻣِﻨُﻮﻥَ ﻭَﺃَﻛْﺜَﺮُﻫُﻢُ ﺍﻟْﻔَﺎﺳِﻘُﻮﻥ
َ ‏( ال عمران-۱۱۰)

“তোমরাই শ্ৰেষ্ঠতম উম্মত, মানব জাতির কল্যাণের নিমিত্তেই তোমাদের সৃষ্টি, তোমরা সৎকাজের আদেশ দেবে, মন্দ কাজে নিষেধ করবে এবং ঈমান রাখবে আল্লাহর
উপর।” (সূরা আল-ইমরান, আয়াতঃ ১১০)।

বস্তুতঃ এই কোরআনী নির্দেশ-ই তো বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। সুন্নী মতাদর্শই একমাত্র সত্য দর্শন। অন্য সব মতবাদ ভ্রান্ত। তাই প্রতিটি সেনা কর্মীর প্রধান দায়িত্ব হল মানুষকে এ মহা সত্য তথা সুন্নী দর্শনে অনুপ্রাণিত করা এবং অন্য সব ভ্রান্ত মতবাদ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে জনগণকে ঐক্যবদ্ধ করত: এদের ভ্রান্তি প্রচারের পথ রোধ করার মহান দায়িত্বে আত্মনিয়োগ করা। মূলত এ কর্মসূচী আমাদের অন্যান্য কর্মসূচী বাস্তবায়নের সাথেও সম্পর্কিত। এছাড়াও এ কর্মসূচী বাস্তবায়নের জন্য আমরা আরো অনেক পদক্ষেপ হাতে নিতে পারি। যেমন

(১) ইস্যু ভিত্তিক ওয়াজ মাহফিল, ইসলামী তথা সুন্নী সম্মেলন আয়োজন করে সাংগঠনিক বা সংগঠন সমর্থিত সুন্নী ওলামায়ে কেরামের বক্তব্যের ব্যবস্থা করা। সেখানে ব্যাপক জমায়েতের মাধ্যমে সর্বসাধারণের কাছে হক বাতিলের পরিচিতি তুলে ধরতে হবে।

(২) সভা-সেমিনার, আলোচনা সভার ব্যবস্থা করা।

(৩) ভ্রান্ত মতবাদীদের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ সভা, স্মারকলিপি প্রদান, সেমিনার ইত্যাদির আয়োজন করা।

(৪) বিভ্রান্তিমূলক প্রকাশনার বিরুদ্ধে ব্যাপক প্রচারনার ব্যবস্থা করা।

(৫) নিয়মিত কোন পত্রিকার ব্যবস্থা করা। যেখানে সুন্নী মতাদর্শের প্রচারের সাথে সাথে বাতিলের স্বরুপও উন্মোচিত হবে।

(৬) সরকারী প্রচার মাধ্যমে রেডিও, টিভিসহ বিভিন্ন জাতীয় পত্র পত্রিকায় সমমনাদের নিযুক্তির ব্যবস্থা করে এসব মাধ্যম থেকে এ কর্মসূচীর বাস্তবায়নের প্রয়াস চালানো।