জুলাই মাসকে বৃক্ষরোপণ মাস হিসেবে ঘোষণা

You are currently viewing জুলাই মাসকে বৃক্ষরোপণ মাস হিসেবে ঘোষণা
প্রিয় সেনানীবৃন্দ,
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, কেন্দ্রীয় পরিষদ আগামী জুলাই মাসকে বৃক্ষরোপণ মাস হিসেবে ঘোষণা করছে। এ মর্মে টেকনাফ হতে তেতুলিয়া, রুপসা হতে পাথুরিয়া পর্যন্ত জেলা হতে ইউনিট পর্যন্ত সকল শাখাকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনাসহ আহবান করা যাচ্ছে।
আসুন, প্রকৃতির এই ক্রান্তিলগ্নে আমরা বৃক্ষরোপণের মাধ্যমে একটি সুস্থ-স্বাভাবিক প্রাকৃতিক আবহাওয়া নিশ্চিতকরণে সকলে এগিয়ে আসি; নিজে গাছ রোপন করি, অপরকেও এ কাজে উৎসাহিত করি।
নির্দেশক্রমে,
মুহাম্মদ নুরুদ্দীন,
সাধারণ সম্পাদক,
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।

Leave a Reply